গণিতের সকল সূত্র- Math Formulaগণিতের সমস্যা সহজে সমাধান করতে চাইলে আমাদের প্রথমত সূত্র জানা দরকার। গনিতের সকল সূত্র জানা থাকলে আমরা সহজেই স্ব সমস্যা সমাধান করতে পারবো। এছাড়াও গনিতের শর্টকার্ট টেকনিক জানা থাকলে অতি সহজে অংক করার সহজ পদ্ধতি আয়ত্ত করা সম্ভব।আমাদের অ্যাপ টিতে যা যা রয়েছে:১. গণিত সহজে সমাধান করার জন্য বিভিন্ন পরিমাপ, একক, বিভিন্ন মান ইত্যাদি দেওয়া আছে।২. গণিতের বিভিন্ন শর্টকাট এর মাধ্যমে যে কোনো গণিত অতি সহজে সমাধান করা যাবে।৩. পাটিগণিত, বীজগাণিতিক, জ্যামিতি, পরিসংখ্যান ও ত্রিকোণমিতির সকল সূত্র তুলে ধরা হয়েছে।আশা করি আমাদের এই অ্যাপটি আপনাদের কাছে ভালো লাগবে। ধন্যবাদ।